বৃহস্পতি. মে 2nd, 2024

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা অন্য কোনো পরিস্থিতি নেই——-রংপুরে আইজিপি


স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা অন্য কোনো পরিস্থিতি নেই। নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এ ছাড়া ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় মাঠে থাকবে ।পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আশা করছি ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন সাধারন ভোটাররা।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

আগামী ৭ জানুয়ারী ভোটারদের নির্বিঘেœ ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এ দেশের মানুষ শান্তি প্রিয়।এই নির্বাচনে বিগত সময়ের মতো জন প্রতিনিধি, সাংবাদিক সহ আপামর সকলেই আমাদের সহযোগিতা করবেন।

এর আগে আইজিপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রংপুর বিভাগের সকল পর্যায়ের পুলিশের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।

আইজিপি বলেন, কেউ ভোট বানচালের চেষ্টা করলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তা নস্যাৎ করার সামর্থ পুলিশের আছে।

এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ অন্যান্য উদ্ধুতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।