কাউনিয়ায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০অক্টোবর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় শাহ, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুস ছালাম সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, প্রেসক্লাবের কাউনিয়ার সভাপতি নিতাই রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন এলাকায়, মাদক, বাল্যবিবাহ, জুয়া, চুরি ছিনসহ বিভিন্ন বিষয় বক্ততাগনের মাধ্যমে উঠে আসে। সভাপতি আইন শৃংখলা সাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
