কাউনিয়ায় গবাদি পশুর অ্যাথ্রাক্স প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি চলছে
কাউনিয়(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় প্রাণঘাতী গবাদি পশুর মধ্যে অ্যাথ্রাক্স রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় চলমান রয়েছে টিকাদান কর্মসূচি। রোগটি পশুর পর মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে, ফলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ার আশঙ্কায় বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে গরু ও ছাগলে টিকা দিচ্ছেন প্রাণিসম্পদ বিভাগ।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রামক রোগ, যা গবাদিপশুর শরীরে ফোঁড়া, জ্বর ও হঠাৎ মৃত্যুর কারণ হতে পারে। আক্রান্ত পশুর মাংস বা রক্তের সংস্পর্শে এলে মানুষের শরীরেও এ রোগ ছড়িয়ে পড়তে পারে। সংক্রমণ ঠেকাতে আক্রান্ত পশু শনাক্তকরণ, টিকাদান, মাংস বিক্রি ও জবাইয়ে কঠোর নজরদারি এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন জানান, অ্যাথ্রাক্স প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রমে ইতোমধ্যে কয়েকটি ক্যাম্পে বিনামূল্যে ৪৩ হাজার ৬শত পশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মাংস বিক্রেতাদের প্রশিক্ষনে নির্দেশ দেওয়া হয়েছে যেন অসুস্থ বা সন্দেহজনক পশু জবাই না করা হয়। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইমামগণকে রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে বলা হয়েছে। বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ এবং জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরোও বলেন রোগের লক্ষণ দেখা দিলে গরু বা ছাগল জবাই না করে দ্রুত প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করে চিকিৎসা ও টিকা নিশ্চিত করার জন্য খামারীদের আহবান জানান।
