কাউনিয়ায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নির্বাচনী গণসংযোগ
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুর-৪ (কাউনিয়া–-পীরগাছা)সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার পক্ষে নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, লিফলেট বিতরণ করেন বিএনপি’র নেতাকর্মীরা।
বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে বিএনপির নির্বাচনী গণসংযোগ শুরু করে বাস স্ট্যান্ড, রেল স্টেশন হয়ে তকিপল বাজার অতিক্রম করে পুনরায় কেন্দ্রীয় ঈদগা মাঠে এসে শেষ হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর হোসেন চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান ও মানিক সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি, যুবনেতা রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বির, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গফুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
