কাউনিয়ায় মর্যাদা প্রকল্প সদস্যদের উৎপাদিত পণ্যের মেলা
কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় কুর্শা ইউনিয়ন ইউপি পরিষদ চত্বরে বৃহস্পতিবার দিন দিনব্যাপী মর্যাদা প্রকল্পের উৎপাদিত পণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।
কুর্শা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও মর্যাদা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত
মেলা পরিদর্শন করেন কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান, মর্যাদা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাহফুজা খাতুন
প্রকল্পের ইউনিট ম্যানেজার নুর আলম, ও অনিতা রানী,ইউনিট একাউন্টেন্ট মোশের্দা মমতাজ, ফিল ফেসিলিটিটর আরজু খাতুন, শিরিনা বেগম প্রমুখ। মেলাতে দেশি হাঁস ও মুরগির ডিম, নাপা শাক সরিষা শাক, লাউ শাক, পেঁপে, শিম, কাঁচা মরিচ মেলায় স্থান পায়। মর্যাদা প্রকল্পের আওতায় প্রান্তিক নারী কৃষকের উৎপাদিত পণ্য মেলায় নিয়ে আসেন। এতে করে সদস্যরা বাজার মুখি হচ্ছে এবং বেশি বেশি ফসল উৎপাদন করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
