September 21, 2025

কাউনিয়া বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :  রংপুরের কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২৫ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৬ই এপ্রিল (রবিবার) দুপুরে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক তেজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল আলম সফি।

আরো বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য হুমায়ুন কবির খোকন, শিক্ষক প্রতিনিধি সালমা বেগম,সহকারী প্রধান শিক্ষক দ্বীপ্তি রানী, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় কাউনিয়া প্রতিনিধি সাইদুল ইসলাম, শিক্ষক শহিদুল ইসলাম, সোলায়মান আলী,এস এস সি পরীক্ষার্থী জয়া রানী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান ও দোয়া পরিচালনা করেন পশ্চিম নিজপাড়া জামে মসজিদের খতিব মো: ফয়জুর রহমান।

এসময় প্রতিষ্ঠানের সভাপতি সফিকুল আলম সফি বিদায়ী শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষায় সকল প্রশ্নের সঠিক উত্তর লিখে ভালো ফলাফলের আশা ব্যক্ত করে বলেন, তোমারাই গড়বা আগামীর বাংলাদেশ তাই তোমাদেরকে লেখা পড়ায় বেশি মনোযোগী হতে হবে।