কাউনিয়া রোকেয়া দিবস পালন ও অদম্য নারীদের সংবর্ধনা
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুুরের কাউনিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত (০৯ ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে রালী শেষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন।
সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি অংকন পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার , মাধ্যমিক শিক্ষা অফিসার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নুরুন্নবী প্রমুখ।
পরে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মোছাঃ মরিয়ম বেগম, সফল জননী মোছাঃ আমেনা বেগম ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে নতুন করে জীবন শুরু করা মোছাঃ মিনারা আক্তারকে অদম্য নারী সংবর্ধনা , ক্রেস্ট প্রদান ও সনদপত্র প্রদান করা হয়েছে।
