April 4, 2025

কাউনিয়ার ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের এডহক কমিটির প্রথম সভা

WhatsApp Image 2025-03-22 at 9.38.58 PM

স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া হারাগাছ ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের এডহক কমিটির প্রথম সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শনিবার (২২মার্চ) বিকালে হারাগাছ ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল শেষে কমিটির প্রথম সভা এডহক কমিটির সভাপতি মোঃ জুয়েল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি এনাম মিয়া। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ও সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, হারাগাছ আশরান ইন্টারন্যাশল স্কুলের সহকারী পরিচালক এস এম রব জুপিটার, সমাজ সেবক আলহাজ্ব মজিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রথম সভায় স্কুল এন্ড কলেজের উন্নয়নে নানা সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।