April 4, 2025

কাউনিয়ায় ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

IMG-20250325-WA0020


কাউনিয়া(উপজেলা)প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মেসার্স মেধা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মো: আলমাস হোসেন।
গতকাল মঙ্গলবার(২৫ মার্চ)বিকালে জিন্না চাম্পা কমপ্লেক্সের হলরুমে সংবাদ সম্মেলনে মেসার্স মেধা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মো: আলমা লিখিত বক্তব্য তিনি বলেন বিগত ০১-০১-২০২৪ইং হইতে বর্তমান পর্যন্ত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ রোগীদের পথ্য সরবরাহ করিয়া আসছি। গত ২০২৩-২০২৪ইং অর্থ বছরে এম এস আর সরবরাহ করেছি। কিন্তু গত ০২-০৩-২০২৫ইং ইজিপিতে পথ্য ও এমএসআর জন্য কর্তৃপক্ষ দরপত্র আহবান করলে। সেই দরপত্র মোতাবেক এজিপিতে পথ্য ও এমএসআর দরপত্র ইজিপিতে দাখিল করি কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা সুজন সাহা নিয়ম বহিরভূত ঠিকাদার বৃন্দের দাখিলকৃত কাগজপত্র যাচাই বাচাই না করে তাহাদের মনমত ঠিকাদারদের কাজ পাইয়া দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুজয় সাহা তার মনোনীত ঠিকাদার নিয়োগ করে, সেই ঠিকাদারের কথামত মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন নামে ঠিকাদার প্রতিষ্ঠান দেখিয়ে কাজ পাইয়া দেওয়ার জন্য পায়তারা করছে এমন কি তিনি ইজিপির শর্তাবলী না মেনে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ঠিকাদারকে ওভার টেক করে পঞ্চম ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য পায়তারা করিতেছেন, আমি মেধা কন্সট্রাকশন স্বাত্তাধিকারী দীর্ঘ ২৫ বছর যাবৎ সুনামে সহিত ঠিকাদারী কাজ ও সরবরাহের কাজ করে আসিতেছি। যথা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রংপুর বিভাগের বিভিন্ন উপজেলাতে পথ্য ও এমএস আর সরবরাহ করে আসছি। এবং আমি এলজিইডি, বিএডিসি, বিএমডিএ, রংপুর জেলা পরিষদ, রংপুর সিটি কর্পোরেশন, এইচইডি, রোডস্ এন্ড হাইওয়ে এসব জায়গাতে সুনামের সহিত কার্যাদেশ সম্পূর্ন করে আসছি। কিন্তু কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তার স্বার্থে আঘাত হানার কারনে এবারের ইজিপি টেন্ডারে সকল ঠিকাদারের কাগজপত্র সঠিক ভাবে যাচাই বাচাই না করে তার মনোনীত ব্যক্তিকে কাজ পাইয়ে দিতে দূর্নীতির আশ্রয় নিয়েছেন। তাই পুনরায় সকল ঠিকাদারের কাজ পত্র যাচাই বাচাই করে নিয়ম মাপিক ঠিকাদার নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন এবং ডিজি হেলস্ রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়কে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান তিনি।