September 21, 2025

কাউনিয়ায় যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ও রগ কেটে জখম: হাসপাতালে ভর্তি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতন ও ধারালো অস্ত্র দিয়ে রগ কেটে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার হরিচরণ লস্কর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ মোছা: সুমি ইয়াসমিন (২৮) বর্তমানে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার পিতা মোঃ ছফুর উদ্দিন (৪৫) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে ইসলামি শরিয়াহ মোতাবেক মোছা: সুমি ইয়াসমিনের বিয়ে হয় মোঃ মমিনুল ইসলাম মমিন (৩০)-এর সঙ্গে। বিয়ের সময় পিতার পক্ষ থেকে নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৭৫ হাজার টাকার যৌতুক দেওয়া হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী মমিনুল মাদকাসক্ত ও জুয়ার অভ্যাসে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, ২ লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন মমিনুল ও তার পরিবারের সদস্যরা। সর্বশেষ ঘটনার রাতে স্বামী মমিনুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা—তমিজ উদ্দিন, মন্ডল মিয়া, তাইজুদ্দিন ও হাসিনা বেগম মিলে সুমিকে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কব্জির উপর রগ কেটে দেন বলে অভিযোগে বলা হয়েছে।

স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে রাতেই কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার হাতে ১২টি সেলাই লেগেছে এবং তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।