September 3, 2025

দেশবাসীক আগষ্টের শুভেচ্ছা

0
IMG-20250804-WA0001

ভালো জিনিসের জন্য, একটি ভালো পাত্র দরকার। আমাদের না আছে ভালো জিনিস, না আছে ভালো পাত্র।আর তাই স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি স্বাধীন দেশকে স্বাধীন করতে হয়, খুঁজতে হয় একটি সুন্দর দেশ।জাতি হিসাবে এটি বড়ই লজ্জার।যে দেশে মেধা পাচার হয়, ব্রেইন ড্রেইন হয়,শিক্ষকদের বেতনের জন্য রাস্তায় নামতে হয়, সে দেশে এটি নিয়ে অবাক হবার কিছু নেই।গত ২৪ এর জুলাই অভ্যূত্থানের মধ্যদিয়ে বর্তমানে সর্বজন শ্রদ্ধেয় অন্তর্বতীকালীন ড.ইউনুছ সরকার ক্ষমতায়। এ সরকারের কাছে মানুষের সীমাহীন প্রত্যাশা।কতখানি পূরণ করতে পারবে সেটি অনাগত ভবিষৎ-ই বলতে পারবে।আগষ্ট মানেই একটি সংগ্রামী চেতনার নাম। আবু সাঈদ, মুগ্ধের রক্তে ফুটে উঠুক একটি গোলাপ,সে গোলাপটির নাম হোক বাংলাদেশ। আগষ্ট হোক প্রাপ্তির, আগষ্ট হোক পূর্ণতার। দেশবাসীকে আগষ্টের শুভেচ্ছা।

“তুমি দেবে ভাই, দেবে মোরে একটি সুন্দর দেশ
চেয়ে দেখো নিভৃতে কাঁদছে আমার বাংলাদেশ।”

কবি ও গীতিকার
ধ্রুবক রাজ

০৪.০৮.২৫ খ্রিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *