September 21, 2025

পীরগাছায় অবৈধ অস্ত্রচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার দুই

0
IMG_20250716_122727

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Hdr; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 101.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পীরগাছা থানা পুলিশ। শুধু চাঁদাবাজ নয়, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, চোর চক্রের মূলহোতাসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছেন তারা। আর একাজকে একের পর এক অভিযান পরিচালনা করে দৃষ্টান্তস্থাপন করেছেন চৌকস এসআই শফিকুল ইসলাম আকন্দ।
তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে পীরগাছা থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি মোটরসাইকেল উদ্ধার করেন। এমনকি চুরি হয়ে যাওয়া অটো উদ্ধার, চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপত্মার, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেপ্তারের অবর্ণীয় সক্ষমতা দেখিয়েছেন।
এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, এবার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। যারা চাঁদাবাজি করবে তাদের ছাড় নয়! আইনশৃঙ্খলা উন্নতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যা যা করার দরকার আমরা তাই করব। তিনি আরও জানান, যদি আমরা মূলহোতাদের ধরতে পারি তাহলে অনেক চুরি বন্ধ হয়ে যাবে-তাই মূলহোতাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তার একাজকে সার্বিকভাবে সহযোগিতা করছেন থানা ওসি নুরে আলম সিদ্দিকী।
তিনি বলেন, শফিকুল ইসলাম আকন্দ যোগদানের পর থেকে একের পর এক দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন জেলা থেকে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার এমনকি ঢাকা, সাভার, আশুলিয়া থেকে বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করেছেন। নি:সন্দেহে তিনি একজন ভালো অফিসার। তার মতো অফিসার প্রতিটি থানায় প্রয়োজন।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১৫ জুলাই) শেষ অভিযানে এসআই সফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে একনলা ১২ বোর বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্রচক্রের মূল হোতা মিঠাপুকুরের রেজাকুল ইসলাম তুহিন ও আল-আমিনকে গ্রেপ্তার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *