পীরগাছায় আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সৈয়দ আলী, পীরগাছা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার শল্লার বিল আশ্রয়ণ প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তীব্র জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে রবিবার (১৩ জুলাই) বিকেলে অন্নদানগর ইউনিয়নের হাজিরবাজারে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন প্রকৃত ভূমিহীন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের ঘর বরাদ্দে ব্যাপক দুর্নীতি হয়েছে। ঘর বরাদ্দ পেতে ১০ থেকে ৪০ হাজার টাকা ঘুষ আদায় করা হয়েছে। প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে অর্থবান ও রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিদের।
সরকারি তথ্যমতে, আশ্রয়ণ প্রকল্পের আওতায় শল্লার বিলে ৪৩০টি ঘর নির্মাণে ২০ কোটি টাকা বরাদ্দ হয়। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ৩ লাখ ৪ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, গড়ে প্রতি ঘরে প্রায় ১ লাখ টাকা করে মোট ৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এছাড়া, মাটি ভরাটে কাবিখা প্রকল্পের আওতায় ৫৬৬ মেট্রিক টন গম বরাদ্দ থাকলেও, ড্রেজার মেশিন দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ১.৫–৩ ফুট পর্যন্ত মাটি ভরাট করা হয়। অতিরিক্ত মাটি কেটে বিক্রি করে আরও প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
প্রকল্প এলাকায় নেই পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান বা খেলার মাঠের মতো মৌলিক নাগরিক সুবিধা, ফলে বসবাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই প্রকল্পের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করা সাবেক ইউএনও নাজমুল হক সুমনের বিরুদ্ধে ঘর বরাদ্দে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান সংগ্রাম এই দুর্নীতিতে সহায়তা করেছেন বলেও অভিযোগ রয়েছে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, “একটি মহৎ সরকারি উদ্যোগকে একটি দুর্নীতিবাজ চক্র কলঙ্কিত করেছে। আমরা চাই দুদক দ্রুত তদন্ত সম্পন্ন করুক এবং দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুক।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় নারী-পুরুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও তরুণ সমাজকর্মীরা। তারা দ্রুত দুর্নীতির তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রকৃত ভূমিহীনদের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
এর আগে গত ৩০ জুন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে অনিয়মের প্রতিবাদ জানান স্থানীয়রা। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) নড়েচড়ে বসে।
৩ জুলাই দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত দল শল্লার বিল প্রকল্প এলাকা পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি।