September 21, 2025

প্রেসক্লাব কাউনিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল তকিপল বাজার নাগরিক সমাজ

0
Kaunia Sobi 08-08-2025

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ


রংপুরের কাউনিয়া তকিপল বাজার নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায়  প্রেসক্লাব কাউনিয়ার অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক আহসান সিদ্দিক পল্লব, ইউনিয়ন বিএনপি নেতা রাশিদুল ইসলাম, যুবদল নেতা শফিউল আলম মুক্তি, তাঁতি দলের নেতা মাইদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মনির,রিয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ হাসান হৃদয়সহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।

এ সময় নবনির্বাচিত প্রেসক্লাব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেন নাগরিক সমাজের নেতারা।

প্রেসক্লাব নেতৃবৃন্দ শুভেচ্ছা ও সমর্থনের জন্য তকিপল বাজার নাগরিক সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, সঠিক তথ্যপ্রবাহ ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

তকিপল বাজার নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। প্রেসক্লাব কাউনিয়াকে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *