October 14, 2025

প্রেসক্লাব কাউনিয়া’র কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
Kaunia Sobi 03.08.2025

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় প্রেসক্লাব কাউনিয়ার কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ ৩ আগস্ট রোববার বিকেলে প্রেসক্লাব কাউনিয়ার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভা প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।


সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বন্তুনিষ্ঠ ও জন কল্যাণে সংবাদ প্রকাশ করতে হবে। দল মতের ঊর্ধ্বে থেকে প্রকৃত কলম যোদ্ধা হিসেবে নিজেকে নিয়োজিত রাখাই হবে একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। যেকোনো সমস্যা কিংবা যেকোনো অপরাধ তুলে ধরবে লেখনীর মাধ্যমে। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে ও সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের ভূমিকা, নিয়মিত রিপোর্টিং, সাংবাদিকদের অধিকার ও দায়দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মাসিক কার্যপরিকল্পনা নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জুলহাস হোসেন সোহাগ, সহ-সম্পাদক মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নুর ইসলাম আসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, আইন বিষয়ক সম্পাদক আবু হাসান, প্রেসক্লাবের সদস্য মাইদুল ইসলাম, আসাফ উদ দৌলা, আবু সাঈদ মনির, হাছিবুল ইসলাম, মওদুদী আহম্মেদ ও জাকির হোসেনসহ প্রেসক্লাবের নের্তৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *