প্রেসক্লাব কাউনিয়ার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানালো রেলবাজার ব্যবসায়ী সমিতি

‘কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ’
রংপরের কাউনিয়ায় ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাব কাউনিয়ার সদ্য নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আজ (১২ জুলাই) শনিবার সন্ধ্যায় রেলবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে রেলবাজার ব্যবসায়ী সমিতি।
অনুষ্ঠানে প্রেসক্লাব কাউনিয়ার নব-নির্বাচিত কমিটির ভূয়সী প্রশংসা করেন বক্তারা এবং ভবিষ্যতে ব্যবসায়ী সমাজ ও সাংবাদিক সমাজের মাঝে আরও সুসম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, “ব্যবসায়ী সমাজের এই আন্তরিকতা ও ভালোবাসা আমাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করে। আমরা সংবাদপত্র, সমাজ ও জনগণের কল্যাণে একসাথে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউনিয়া মেল মালিক সমিতির সভাপতি ও রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মহির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ও ব্যবসায়ী সাজাহান মন্ডল, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি সামু সরকার, রেলবাজার সমিতির সহ-সভাপতি ও ঔষধ ব্যবসায়ী মুক্তা, কোষাধ্যক্ষ বাবু খন্দকার, প্রচার সম্পাদক রাজু সরকার, সমিতির সদস্য ফেরদৌস সরকার, রেলবাজার সমিতির সদস্য জাকির হোসেন, পান ব্যবসায়ী ইমদাদুল হকসহ রেলবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃত্ববৃন্দ।
উপস্থিত সকলেই অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপভোগ করেন এবং প্রেসক্লাবের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান।