September 21, 2025

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কাউনিয়ায় কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
WhatsApp Image 2025-07-24 at 4.23.50 PM

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি

রংপুরের কাউনিয়া পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।

২৪জুলাই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা একটি সুস্পষ্ট বৈষম্য। দেশের একটি বৃহৎ শিক্ষার্থী জনগোষ্ঠীকে এর মাধ্যমে বঞ্চিত করা হচ্ছে। এটি শিক্ষাক্ষেত্রে মেধা বিকাশের পথে এক বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”

তারা আরও বলেন, “এ ধরনের সিদ্ধান্ত নিস্পাপ কোমলমতি শিশুদের সঙ্গে চরম অবিচার। এটি একটি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল, ইউনাইটেড গার্ডেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা বিনয় ভূষণ রায়, অধ্যক্ষ সাইদুল ইসলাম, ইউনাইটেড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মো: আবুল কাশেম, আখতারুল কবির, পরেশ চক্রবর্তী, মশিউর রহমান ও শিক্ষিকা গায়ত্রী রানী প্রমুখ।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *