রংপুরের গংগাচড়া উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেন জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিনিধি, রংপুর:
আজ মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে তাকবির ও বিভিন্ন স্লোগান দিয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার সম্মানিত আমীর জনাব মোঃ নায়েবুজ্জামান নায়েব।
এছাড়াও উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আউয়াল হোসেন ও সেক্রেটারি জনাব মোঃ আতিকুজ্জামান আপেল সহ উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা সদস্য, বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও স্থানীয় যুব বিভাগের নেতৃবৃন্দ।
র্যালি শেষে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, যুব সমাজই জাতির অন্যতম মেরুদণ্ড। তরুণদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, নীতি-নৈতিকতা, যোগ্যতা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে যুবকদের সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবেই দেশ উন্নত দেশের তালিকা ভুক্ত হবে।
সভাপতি উপস্থিত সকল কে ধন্যবাদ দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।