রংপুর সদর উপজেলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
জননী প্রকল্পের আওতায় রংপুর সদর উপজেলায় একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হল রুমে সকাল থেকে দুপুর পর্যন্ত সভাটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএলজি রংপুর মোঃ আবু জাফর। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডাঃ মোছাঃ শাম্মী আখতার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায়, পিআইও মনিমুল হক, টিএস-এলজি আলতাফ হোসেন, জেলা সমন্বয়কারী মাইনুদ্দিন ভূঁইয়া, কমিউনিটি মোবালাইজার কর্মকর্তা মাহাবুব আলম, ক্যাপাসিটি কর্মকর্তা হাসিনুর রহমানসহ উপজেলার মমিনপুর ও চন্দনপাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এবং জননী প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জননী প্রকল্পটি কোইকা এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত করছে।
এ প্রকল্পের মূল লক্ষ্য হলো মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যুর হার হ্রাস করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা। সভায় গর্ভবতী মায়ের যত্ন, প্রসবকালীন সেবা, নবজাতকের যত্ন এবং পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করা হয়।