September 21, 2025

সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু’র মায়ের মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার :

রংপুরের কাউনিয়া রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু’র মা মর্জিনা বেগম ইন্তেকাল করেছেন(ইন্নাল্লিলাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫)।

গত সোমবার সকাল ৯টার দিকে বার্ধ্যক্য জনিত কারনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে ৫ছেলে ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে বাড়ীর উঠানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজায় শরিক হন মরহুমের আতœীয়-স্বজন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীসহ এলাকার সকল স্তরের মানুষ অংশ গ্রহন করে।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে তিনি আগত জনতার প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন আমার মায়ের জীবদ্দশায় যদি কোন ভুল করে থাকেন অথবা কারো মনে কোন কষ্ট দিয়ে থাকেন তার জন্য মায়ের পক্ষ থেকে ক্ষমা চান এবং সবাইকে ক্ষমা করে দেওয়ার আহবান জানান।

রিপোর্টাস ইউনিটি সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু’র মায়ের মৃত্যুতে উপজেলা প্রেসক্লাব কাউনিয়া’র সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ রূহের মাগফেরাত কামনা এবং মরহুমার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।