September 3, 2025

সাহসিকতায় পুরস্কার পেলেন পীরগাছা থানা এসআই সফিকুল

0
IMG-20250806-WA0017


মোঃ সৈয়দ আলী পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ একাধিক অস্ত্র ও চোরাই যানবাহন উদ্ধার অভিযানে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও সনদপত্র পেয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসআই সফিকুল ইসলাম আকন্দর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন রংপুর পুলিশ সুপার আবু সাইম । এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, উপ-পরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি পীরগাছা থানা এলাকায় চালানো ধারাবাহিক অভিযানে এসআই সফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশ সদস্যরা তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, পাঁচটি চোরাই মোটরসাইকেল এবং একটি চোরাই অটোরিকশা উদ্ধার করেন। এসময় তাদের কাছ থেকে ৪৯টি ভুয়া অস্ত্রের লাইসেন্স ও বিপুল পরিমাণ জাল কাগজপত্র জব্দ করা হয়। তার এই সফলতা গোটা জেলায় অপরাধ দমনে রংপুর জেলা পুলিশের সক্ষমতা ও তৎপরতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে পুলিশ সুপার আবু সাইম বলেন, ‘অপরাধ দমন, অস্ত্র ও চোরাই যান উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, জেলা পুলিশ তাদের সবসময় সম্মান ও উৎসাহ দিয়ে থাকে। এসআই সফিকুলের এই সাফল্য ভবিষ্যতের পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
পুরস্কারপ্রাপ্ত এসআই সফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘এটি আমার জন্য সম্মানের মুহূর্ত। আমি কৃতজ্ঞ পুলিশ সুপারের প্রতি, যিনি আমাকে উৎসাহিত করেছেন। ভবিষ্যতেও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *