September 21, 2025

রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার:
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘদিন পর রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (০৫ফেব্রুয়ারী) বুধবার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় সংগীত বাজিয়ে এবং শান্তির পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।


উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান (লাকু), উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, রাকিবুল হাসান পলাশ, শফিকুল আলম শফি, উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও তার সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য দীর্ঘ দিনযাবত আন্দোলন করে আসছে। তাই গণতন্ত্রের চর্চার অংশ হিসেবে বিনএপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী তৃণমূল পর্যায়ে সদস্যদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। যা গণতন্ত্র চর্চার ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর দেশ দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।


আলোচনা শেষে সম্মেলনে নেতাকর্মীদের সম্মতিক্রমে আলহাজ্ব এমদাদুল হক ভরসা কে সভাপতি, আলহাজ মাহফুজার রহমান মিঠুকে সিনিয়র সহ-সভাপতি, শফিকুল আলম শফিকে সাধারণ সম্পাদক, আব্দুর রহিমকে যুগ্ন সাধারণ সম্পাদক  এবং  গোপন ব্যালেটের মাধ্যমে  জামিনুর রহমান ১ নং সাংগঠনিক সম্পাদক, আলমগীর চৌধুরী লিটন ২ নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।
আগামী ১০দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কাউনিয়া উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটির করার জন্য নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *