October 14, 2025

পীরগাছায় চাকুরী দেয়ার প্রলোভনে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা

0
IMG-20250731-WA0001


পীরগাছা(রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় এক প্রতারক চাকুরির প্রলোভন দেখিয়ে যুবকের পিতার নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশী বৈঠকে প্রতারক নিজের দোষ স্বীকার করে ভূক্তভেগীকে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর পালপাড়ার প্রতারক সন্তোষ চন্দ্র পাল প্রায় দুই বছর আগে(২০২৩সালে) চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে কয়েক দফায় স্থানীয় তাপস চন্দ্র পাল এর পিতা ললিত চন্দ্র পাল এর নিকট ১৭ লক্ষ টাকা নেন। প্রতারক সন্তোষ চন্দ্র পাল টাকা গ্রহনের কিছুদিনের মধ্যে ললিত পাল এর ছেলে তাপস চন্দ্র পালকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক(রাজস্ব) পদ সম্বলিত একটি নিয়োগ পত্র দেন। নিয়োগ পত্র অনুযায়ী আগামী ২৯-০৬-২০২৩ ইং তারিখে হিসাব নিয়ন্ত্রক(রাজস্ব) এর দপ্তর, ভূমি মন্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা- ভবন নং ৪ ৫ ম তলায় যোগদান করার অনুরোধ করা হয়। পরে নিয়োগ পত্রটি যাছাই করে দেখা যায় সেটি ভূয়া।
চাকরি না হওয়ায় ললিত পাল প্রতারক সন্তোষ চন্দ্র পাল টাকা ফেরত দিবে বলে কালক্ষেপন করেন। অবশেষে ললিত পাল বাদী হয়ে সম্প্রতি সময়ে টাকা উদ্ধারে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এর নিকট অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার (৩০-০৭-২০২৫) সন্ধায় চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এর সভাপতিত্বে পরিষদ হলরুমে স্থানীয় এলাকাবাসী ও উভয়ের উপস্থিতিতে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশী বৈঠকে প্রতারক সন্তোষ চন্দ্র পাল চাকুরী দেয়ার কথা বলে নয় লক্ষ টাকা নেন এবং তা অকপটে স্বীকারও করলেও ৮ লক্ষ টাকা নিয়ে অস্বীকার করেন।
ভুক্তভোগী ললিত চন্দ্র পাল সালিশী বৈঠকে বলেন, আমি ছেলের চাকুরির জন্য সরল বিশ্বাসে দফায় দফায় ১৭ লক্ষ টাকা দেই।
স্থানীয় ফুলু মিয়া বলেন, ভুক্তভোগীসহ আমি নিজে তাকে ৮ লক্ষ টাকা দিয়েছি, তবে সে টাকা নিয়ে অস্বীকার করছে।
সালিশী বৈঠকে উপস্থিত এলাকার একাধিক গন্যমান্য ব্যক্তি বলেন, সন্তোষ চন্দ্র পাল একজন প্রতারক। তাপস চন্দ্র পাল এর বাবার নিকট থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে চাকুরির ভূয়া নিয়োগ পত্র দেন। ভূয়া নিয়োগ পত্র দিয়ে ১৭ লক্ষ টাকা আত্মসাতের পায়তারা করছেন প্রতারক সন্তোষ চন্দ্র পাল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাম্বুলপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান এর সঞ্চালনায় চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এর সভাপতিত্বে সালিশী বোর্ডের সিন্ধান্ত মোতাবেক প্রতারক সন্তোষ চন্দ্র পাল ১০ লক্ষ টাকা ভুক্তভোগীকে প্রদান করিবেন।
সালিশী বোর্ডের সভাপতি ও চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এর সাথে কথা হলে তিনি জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ৮ নং, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তির উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়।
তিনি আরো বলেন, সালিশী বোর্ডের সিন্ধান্ত মোতাবেক অভিযুক্ত সন্তোষ চন্দ্র পাল অল্প সময়ের মধ্যে টাকা পরিশোধ করবে বলে উপস্থিত সকলের সামনে প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *