January 10, 2026

রংপুর-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিলেন-মাহবুবার রহমান

0
WhatsApp Image 2025-12-28 at 7.09.20 PM

স্টাফ রিপোর্টার ‍:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু নাসের শাহ মো: মাহবুবার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ্ পাপিয়া সুলতানা’র কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট শাহীন সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান হেনা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামছুল হক দুলাল, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আব্দুর রহিম রুবেলসহ উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এসময় উপজেলা চত্বরে হাজার হাজার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়ন জমা দেওয়ার পর আবু নাসের শাহ মাহবুব বলেন, “জাতীয় পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে এই আসনের মানুষের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ রক্ষায় ও মানুষের কল্যানে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান তিনি।

দলীয় নেতারা জানান, মাহবুব দুই দুই বার পীরগাছা উপজেলা চেয়ারম্যান ছিলেন, স্থানীয় পর্যায়ে তার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের কারণে তিনি এলাকাবাসীর কাছে পরিচিত মুখ। তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কারণেই তাকে রংপুর-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে এই আসনের মানুষের উন্নয়নের নতুন গতি দেওয়া যাবে।

তথ্যমতে, রংপুর-৪ আসনে দুটি উপজেলায় পাঁচজন হিজড়াসহ মোট ভোটার ৫ লাখ নয় হাজার ৯০৬ জন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামীলীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *