কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য ছহরাব আলী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর):
রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর আওতায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ ছহরাব আলী (৫০)–কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ছহরাব আলী বালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুক শাহাবাজ গ্রামের বাসিন্দা। তিনি মৃত রুস্তম আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে এবং মোছাঃ মনজিলা বেগমের স্বামী।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের নির্দেশে এসআই শাহনূরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
