রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা)আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইমদাদুল হক ভরসা’র মনোনয়নপত্র দাখিল
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইমদাদুল হক ভরসা মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল রোববার (২৯ডিসেম্বর)দুপুরে তিনি কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ্ পাপিয়া সুলতানা’র কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মাহবুব আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বির, সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে ইমদাদুল হক ভরসা সাংবাদিকদের বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। কাউনিয়া ও পীরগাছার সর্বস্তরের মানুষের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ রক্ষায় ও মানুষের কল্যানে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান তিনি।

তথ্যমতে, রংপুর-৪ আসনে দুটি উপজেলায় পাঁচজন হিজড়াসহ মোট ভোটার ৫ লাখ নয় হাজার ৯০৬ জন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামীলীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।
