খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব কাউনিয়ার দোয়া ও আলোচনা সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব কাউনিয়ার উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন মাঠে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়। বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম মোস্তফা আজাদ আনছারী, মনিরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, সহ-সভাপতি আবু হাসান, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য আসাফ উদ-দ্দৌলা শাহীন, আলেফনুর, হাবিব প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম সাইফুল ইসলাম। এ সময় প্রেসক্লাব কাউনিয়ার অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
