কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আলহাজ্ব ময়েন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে, দাফন সম্পন্ন
কাউনিয়া প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জহির রায়হান এর পিতা আলহাজ্ব ময়েন উদ্দিন(৯৫)বছর। দীর্ঘদিন যাবত বার্ধ্যক্য জনিত কারনে গত রবিবার রাতে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিলাহে…….রাজেউন)।
মৃত্যু কালে স্ত্রী, ৪পুত্র ২কন্যাসহ ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার নামাজে জানাজা সোমবার বাদ জোহর গাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক, শিক্ষক, সূধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ অংশ গ্রহন করে।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ছেলে সাংবাদিক জহির রায়হান তিনি আগত জনতার প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন আমার পিতার জীবদ্দশায় যদি কোন ভুল করে থাকেন অথবা কারো মনে কোন কষ্ট দিয়ে থাকেন তার জন্য পিতার পক্ষ থেকে ক্ষমা চান এবং সবাইকে ক্ষমা করে দেওয়ার আহবান জানান। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ রূহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
