কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের মতবিনিময়

0
1f84626c-33a9-4282-a716-eb973ffba0fb

কাউনিয়া প্রতিনিধি :
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলির প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র সদস্যসচিব আখতার হোসেন কাউনিয়ার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার(৭ জানুয়ারী) বিকেলে উপজেলা সদরের জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আখতার হোসেন সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের প্রত্যাশা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

তিনি আরও বলেন, কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে হবে। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেবেন বলেও আশ্বাস দেন।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, এনসিপি কাউনিয়া উপজেলা সমন্বয়ক সাইদুর রহমান, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারন সম্পাদক সাইদুর রহমান, কাউনিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, মিজানুর রহমান মিঠুল, প্রেসক্লাব কাউনিয়ার সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, আকরাম হোসেন অরেঞ্জ, জসিম সরকার, ইব্রাহীম খলিল, আশরাফুল হাবিব তুষার, মাইদুল ইসলাম, আমজাদসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

এ সময় সাংবাদিকরা কাউনিয়া-পীরগাছা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন।
আখতার হোসেন সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *