September 21, 2025

কাউনিয়ায় আওয়ামীলীগের সম্পাদক হান্নান গ্রেপ্তার


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় সরকারের কিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার ২১ এপ্রিল দুপুরে তাকে শহীদবাগ ইউনিয়ন পরিষদের এলাকা থেকে আটক করা হয়। পরে বিশেষ অভিযানে তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার আব্দুল হান্নান শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের খোদ্দভুতছাড়া গ্রামের মৃত জামাত উল্লাহ ছেলে।


গেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, সোমবার সাড়ে ১২ টার দিকে শহীদবাগ ইউনিয়ন পরিষদের চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।

এমন তথ্যের ভিত্তিতে দুপুর পৌনে ১২ টার দিকে থানা পুলিশের টিম অভিযান চালিয়ে শহীদবাগ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাঁকে আটক করে। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।