পরলোক গমন করলেন কাউনিয়া’র সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবল

নিজস্ব সংবাদদাতা:
রংপুরের কাউনিয়া’র সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা,উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রাম নিবাসি সুবল চন্দ্র রায় পরলোক গমন করেন। দিব্যাং লোকাং স্বগচ্ছতু”।
বুধবার (২৫জুলাই) দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ীতে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তিনি লিভার ও কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কর্মজীবনের সহকর্মীসহ অনেক গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।
পেশাগত জীবনে তিনি একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল কৃষি কর্মকর্তা হিসেবে এলাকার কৃষকদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
তার মৃত্যুতে নানা শ্রেণী-পেশার মানুষ শোকহত পরিবার-পরিজনের প্রতি দুঃখ প্রকাশ এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার শেষ কৃতানুষ্ঠান অনুষ্ঠান সাহাবাজ কেন্দ্রীয় শ্বশ্মানে অনুষ্ঠিত হয়।