পরীক্ষায় বসেছে উচ্চ মাধ্যমিকের সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

0
untitled-30-1750894883

কোভিড ও ডেঙ্গুর শঙ্কার মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডের সাড়ে ১২ লাখ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বসেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশের ৯ হাজার ৩১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৭৯৭ কেন্দ্রে এবার পরীক্ষা হচ্ছে।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। সে কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লেগে যায়। যানজটের বিপদ এড়াতে অনেকেই বেশ খানিকটা সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন।

অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে প্রবেশ করলে নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ লিপিবদ্ধ করে এসব পরীক্ষার্থীর তালিকা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে বলা হয়েছে।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের ততটুকু সময় দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

সিদ্বেশরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা যায়, সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে থাকেন। স্বাস্থ্যবিধি মেনে সাড়ে ৯টা থেকে তারা কেন্দ্রে প্রবেশ করেন।

ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা নটরডেম কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রস্তুতি ভালো, বাংলা প্রথম পত্র পরীক্ষা তাই খুব দুশ্চিন্তা করছি না।”

এ পরীক্ষার্থীর মা মাহমুদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সকাল চলে আসায় জ্যাম পাইনি। একটু দুশ্চিন্তা হচ্ছে। সবাই যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেই দোয়া করি।”

কোভিড ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রামণ থেকে সুরক্ষিত রাখতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে।

“ডেঙ্গুরোধে পরীক্ষা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেন্দ্র সবার স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।”

এক নজরে

>> মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর নয় সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৫২০ জন।

>> এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমান পরীক্ষায় বসছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

>> সেই হিসাবে গতবারের চেয়ে শিক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

>> এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র, ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

>> সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসবে ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন।

>> মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বসবে ৮৬ হাজার ১০২ জন শিক্ষার্থী।

>> কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী।

নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ অগাস্ট। ১১ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৭ জুলাই পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। তবে কোভিড মহামারীর কারণে এই সূচি পাল্টে যায়।

ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

কেন্দ্রগুলোকে দেওয়া নির্দেশনার মধ্যে আছে-

>> পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষাসংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক।

>> পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

>> ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

>> পরীক্ষা শুরুর আগে স্থানীয় প্রশাসনের সহায়তায় কেন্দ্রের ভেতর মশক নিধন ওষুধ ছিটাতে হবে।

>> তিন ফুট দুরত্ব রেখে পরীক্ষার্থীদের আসনের ব্যবস্থা করতে হবে।

>> প্রতিটি পরীক্ষা কেন্দ্র মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে।

>> স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়া এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করতে হবে।

অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন ফুট দুরত্বে আসনের ব্যবস্থা করা, ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক এবং প্রতি কক্ষে দুইজন পরিদর্শকের দায়িত্ব পালনের নির্দেশনা প্রতি বছরই দেওয়া। সেই ধারাবাহিকতায় এবারও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রিমাইন্ডার দেওয়া হয়েছে।”

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

একইসঙ্গে পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার অন্যান্য বছরের মতই নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়।

এইচএসসি ও সমমান পরীক্ষার পুরো সময় জুড়ে কেন্দ্র হিসেবে ব্যবহৃত কলেজগুলো ক্লাস বন্ধ রাখার রেওয়াজ থাকলেও এবার এ প্রতিষ্ঠানগুলো পরীক্ষার ‘ফাঁকে ফাঁকে’ ক্লাস চালাতে পারবে।

এদিকে পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ঢাকা শিক্ষা বোর্ড কন্ট্রোল রুম খুলেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুম টেলিফোন নম্বর: ০২২২৩৩৫৬৭৮০, মোবাইল নম্বর: ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৪৯-৯৩৪৪১২ এবং ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd।

ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫, ০২-৫৮৬১০০৭১ মোবাইল নম্বর: ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ এবং ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *