শনি. ডিসে. 14th, 2024

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন দাবিতে কাউনিয়ায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আতিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে রংপুরের কাউনিয়ায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।


গতকাল(২৫ এপ্রিল)বৃহস্পতিবার তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে কাউনিয়া বাসস্টান্ড রংপুর কুড়িগ্রাম মহাসড়কে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।


এসময় বক্তব্য রাখেন, তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম হক্কানী, কেন্দ্রীয় কমিটির নেতা আশিকুর রহমান, উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান, কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আয়কর আইনজীবি এ্যাড হুমায়ুন কবির খান মুকুলসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


প্রচন্ড গরমে মানববন্ধন অংশনেয়া মানুষেরা অস্বস্থি বোধ করলে মানবতার সেবায় কাউনিয়া ট্রাফিক পুলিশের টি.এস.আই জয়নাল আবেদীন এর নেতৃত্বে এক দল ট্রাফিক পুলিশ তাদের ঠান্ডা পানীয় শরবত পান করান।

মানববন্ধনে বক্তারা বলেন, খরা বন্যা ও প্রতিবছরের উপর্যুপরি ভাঙনে তিস্তা অববাহিকার ২ কোটি মানুষের জীবনে নেমে এসেছে মহাদুর্যোগ। প্রতিবছর প্রায় ১ লাখ কোটি টাকার সরকারি বেসরকারি সম্পদ,ঘড় বাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, হাট বাজার মূল্যবান অবকাঠামো তিস্তা নদী খেয়ে ফেলছে। হুমকিতে পরেছে গোটা দেশের খাদ্য নিরাপত্তা। নদী ভাঙনে বাড়ছে রংপুর বিভাগে দারিদ্র্যের হার। খড়া কালে তিস্তা নদীর দুই তীরে বিস্তৃত জনপদের ভ‚র্গভস্থ পানির স্থর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। তিস্তার শাখা নদীগুলো হচ্ছে তিস্তার সাথে সংযোগ হারা। তাই পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে ফেইজ বাই তিস্তা মহাপরিকল্পনাসহ ৬ দফা বাস্তবায়নের দাবী জানান বক্তারা।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের নিকট স্বারকলিপি প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, যথাযথ মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপিটি পাঠিয়ে দেয়া হবে।